লাল রঙের ছোট দানায় স্বাস্থ্য ও স্বাদের ভাণ্ডার: অ্যাডজুকি বিনস (Adzuki Beans)By Nanda RoyMajumdarAugust 18, 2025 অ্যাডজুকি বিনস (Adzuki Beans) মূলত পূর্ব এশিয়ার এক জনপ্রিয় ডালজাতীয় খাবার, যা জাপান, চীন, কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে।