মাম্পস (Mumps) থেকে বাঁচতে কি করা উচিৎ?By Sreejita HalderSeptember 5, 2025 মাম্পস (Mumps) একটি ভাইরাসজনিত (Virus) সংক্রামক রোগ, যা মূলত কানের নিচের প্যারোটিড (Parotid) গ্রন্থির ফুলে যাওয়া এবং ব্যথার মাধ্যমে দেখা দেয়। এটি লালা, কাশি বা হাঁচির মাধ্যমে সহজে ছড়ায়।