রাতে ঘুমোতে যাবেন হঠাৎ করেই শুরু হলো দাঁতের ব্যথা ! কি করবেন জেনে নিন সহজেই
দাঁতের ব্যথা কমানোর কিছু সহজ উপায়
দাঁতের ব্যথা এমন একটি সমস্যা যেটি কোনো বার্তা না দিয়েই শুরু হয়ে যায় এবং এতে কষ্টের সীমানা থাকে না। এটি সাধারণ হলেও কষ্টকর একটি সমস্যা। এটি কমানোর কিছু ঘরোয়া উপায় রয়েছে।
ঘরোয়া উপায়:
– দাঁতের ব্যথায় সবচেয়ে বেশি উপকার গরম জলে লবণ মিশিয়ে কুলকুচি করা, এতে দাঁতের জীবানুর ধংস হয় ও ব্যথার কিছুটা উপশম হয়।
– দাঁতের ব্যথায় মুখের বাইরের অংশ ফুলে গেলে সেখানে ঠান্ডা সেঁক দিলে ফোলাভাব কমে যায় ও ব্যথা কিছুটা কমে।
– দাঁতের জন্য সবচেয়ে উপকারী হলো লবঙ্গ তেল। লবঙ্গ তে থাকা ইউজেনল (eugenol) ব্যথা কমাতে খুব সাহায্যকারী।
চিকিৎসকের পরামর্শ:
– ২-৩ দিনেও ব্যথা না কমলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
– দাঁত থেকে পুঁজ বা রক্ত বের হলে।
– প্রচণ্ড পরিমাণে জ্বর ও মাথাব্যথা হলে।
দাঁতের ব্যথা যতই সাধারণ হোক না কেন তা ফেলে রাখলে বড় আকার ধারণ করতে পারে। তাই প্রথমে ঘরোয়া চিকিৎসা করে ব্যথা না কমলে শীঘ্রই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
