শীতকালে কোল্ড ক্রিম (Cold Cream) ব্যাবহার করা ত্বকের জন্য কতটা উপকারি?

শীতকালে আবহাওয়া ঠান্ডা এবং আর্দ্র থাকার কারণে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক এবং খসখসে হয়ে পড়ে। এই সময় বিশেষত ত্বকের টান ধরে ত্বক ফ্যাকাসে হয়ে যায়। কখনো কখনো ত্বক এতটাই খসখসে হয়ে যায় যে সাদা খোসার মতন চামড়া বেরোতে থাকে। এবং আপনার যদি প্রথম থেকেই শুষ্ক ত্বক থাকে তাহলে পরে সমস্যা আরও বাড়তে পারে। তাই জন্যই শীতকালে কোল্ড ক্রিম (Cold Cream) ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়। কোল্ড ক্রিমের (Cold Cream) মধ্যে জল এবং তেলের পরিমাণ এমনভাবে মেশানো থাকে যা আমাদের ত্বকের খুব সহজভাবেই শোষণ হয় এবং ত্বকের রুক্ষতা বা শুষ্কতা কমিয়ে দেয়।

১. আমাদের ত্বকের শুষ্কতার কারণে ত্বকে টান ধরে, ত্বক খসখসে হয়ে যায় এমনকি জ্বালা করে এবং মাঝেমধ্যে ত্বক যদি ফেটে যায় তাহলে রক্ত পর্যন্ত পড়ে। তাই এই সব থেকে রক্ষা পাওয়ার জন্য শীতকালে কোল্ড ক্রিম (Cold Cream) ব্যবহার করা ভীষণ উপকারি। কারণ কোল্ড ক্রিমে (Cold Cream) থাকা তেল ত্বকের এই রুক্ষতা এবং শুষ্কতা সহজেই কমিয়ে দেয়।

২. ত্বককে আর্দ্র রাখার জন্য কোন ভারি কোল্ড ক্রিম (Cold Cream) ব্যবহার করা উচিৎ। যা আমাদের ত্বকের ওপর একটি ব্যারিয়ার তৈরি করে। এর ফলে ত্বকের আর্দ্রতা এবং কোমলতা নষ্ট হয় না। ফলে ত্বক রুক্ষ বা শুষ্ক হয় না।

৩. প্রতিদিন নিয়মিত কোল্ড ক্রিম (Cold Cream) ব্যবহার করার ফলে ত্বক অনেকটাই মসৃণ কোমল এবং উজ্জ্বল হয়।

৪. নিয়মিত কোল্ড ক্রিম (Cold Cream) ব্যবহার করা ত্বককে বাইরের ধুলো-ময়লা, রুক্ষতা, শুষ্কতা ইত্যাদি থেকে বাঁচায়। এর ফলে ঠান্ডা হাওয়া থেকে ত্বকে যে ক্ষতি হয় তা কমে।

৫. কোল্ড ক্রিম (Cold Cream) ত্বককে ভেতর থেকে মেরামত করতে সাহায্য করে। এতে থাকা তেল ও জলের মিশ্রণ ত্বকে থাকা যাবতীয় ক্ষতি কমায়, এবং ত্বককে উজ্জ্বল করে। বিশেষত শুষ্ক ত্বক কোল্ড ক্রিম (Cold Cream) ব্যবহারের ফলে যথেষ্ট আরাম পায়।

কোল্ড ক্রিম (Cold Cream) বিশেষত শুষ্ক এবং সংবেদনশীল ত্বককেই রক্ষা করে। এটি তৈলাক্ত ত্বকের জন্য অতটাও ভালো না কারণ আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে কোল্ড ক্রিমে (Cold Cream) থাকা তেল ত্বককে আরো তৈলাক্ত করে তোলে এবং যার ফলে ব্রনো বা ফুসকুড়ি হয়ে থাকে। তাই চেষ্টা করুন তৈলাক্ত ত্বকের জন্য ভারী কোন কোল্ড ক্রিম (Cold Cream) ব্যবহার না করে হালকা ক্রিম ব্যবহার করা। কোল্ড ক্রিম (Cold Cream) দিনের বেলা ব্যবহার করলে যাতে ধুলো বা ময়লা না জমে তার খেয়াল রাখতে হবে এবং দিনশেষে রাত্রিবেলা ঘুমোনোর আগে পরিষ্কার মুখে কোল্ড ক্রিম (Cold Cream) ব্যবহার করা উচিৎ যার ফলে সারারাত সেই কোল্ড ক্রিম (Cold Cream) আপনার ত্বককে মেরামত করার সময় পায়।

Share.
Leave A Reply

Exit mobile version