ত্বকের অ্যালার্জি নিয়ে ভুগছেন? নিরাময়ের উপায় জানেন না? আর চিন্তা নেই। ত্বকের অ্যালার্জি কে বলুন বিদায়।

বর্তমানে ত্বকের সমস্যা প্রায় সকলের মধ্যেই দৃশ্যমান। ছোট থেকে বড়, মাঝারি থেকে বয়স্ক সকলেই এই সমস্যায় ভুগছেন। পরিবেশের বাড়তি দূষণ, আবহাওয়ার বদল, ভেজাল খাদ্য ও কেমিক্যাল যুক্ত প্রসাধনী সামগ্রী ব্যবহারের কারণে আজ এই সমস্যার কবলে প্রায় সকলেই। ত্বকের অ্যালার্জি প্রাণঘাতী না হলেও এটি ব্যক্তিজীবনে অস্বস্তি সৃষ্টি করে।

ত্বকের অ্যালার্জি শরীরের কিছু প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে বোঝা যায়

– ত্বকে লালচে ভাব লক্ষ্য করা।

– ত্বকের কিছু স্থান গরম হয়ে ফুলে যাওয়া।

– ত্বক খসখসে হতে পারে।

– চুলকানি।

প্রতিকার:

– ঠান্ডা জলে অ্যালার্জির স্থান টি ধুয়ে পরিষ্কার করুন।

– অ্যালার্জি তে অ্যালোভেরা জেল লাগান এতে অ্যালার্জি থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়

– অ্যান্টি অ্যালার্জি ওষুধ লাগান।

– হালকা আরামদায়ক কাপড় পড়ুন।

– ডিম, চিংড়ি মাছ, বেগুন খাওয়ার থেকে বিরত থাকুন।

– চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

– কোনো প্রসাধনী দ্রব্য ব্যবহার করবেন না।

– রোদে বেশি থাকবেন না।

ত্বকের অ্যালার্জি যেমন অস্বস্তিকর ঠিক তেমন অবহেলা করলে সেটা জটিল আকার ধারণ করতে পারে। তাই অ্যালার্জির সাথে মোকাবিলার সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ হল তা এড়িয়ে চলা। এছাড়াও একটু যত্ন ও শরীর নিয়ে সচেতন থাকলে অ্যালার্জির থেকে খুব সহজে রক্ষা পাওয়া যেতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version