গলায় ক্যান্সার (Throat Cancer) হওয়ার লক্ষণ কি?

ক্যান্সার (Cancer) নামটি শুনলেই প্রত্যেকটি মানুষই খুব আতঙ্কিত হয়ে পরে। এবং এই কথা যখন আসে গলায়  ক্যান্সারের (Throat Cancer) তখন চিন্তিত হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এই সময় চিন্তিত না হয়ে আগে থেকেই সচেতনতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আর যদি আপনারও শরীরে এরকম কোন লক্ষণ দেখা দেয় তখন দেরি না করে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, মাঝেমধ্যে এই লক্ষণ গুলি হয়তো ক্যান্সারের (Cancer) কারণ নাও হতে পারে তবুও এই ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া জরুরী।

এর লক্ষণ গুলি প্রথমে এত সূক্ষ্ম হয় যে তা বোঝা সম্ভব হয়ে ওঠে না। ঠান্ডা লাগা, গলা ব্যথার মতো মনে হয়। এত সূক্ষ্ম লক্ষণের কারণেই সহজে ক্যান্সার ধরা পরে না। তাই জন্যই নিজের শরীরের এই সূক্ষ্ম পরিবর্তনগুলোকেও লক্ষ্য রাখা দরকার।

এরমধ্যে সবচেয়ে সাধারণ লক্ষণ হল গলার স্বরের পরিবর্তন। আপনার গলার স্বর ক্রমাগত পরিবর্তন হতে থাকবে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস ধরেও। আপনার গলার স্বর ক্রমাগত ভাঙা, খসখসে শোনাতে পারে,আপনার সব সময় মনে হবে যে আপনার গলার ভেতর কিছু আটকে আছে এটি সাধারণত হয় কারণ আমাদের ভোকাল কর্ডের (Vocal Cord) ওপর এক ধরনের টিউমার তৈরি হয়, যা আমাদের কথা বলায় অনেক সমস্যার সৃষ্টি করে।

আরেকটি সম্ভাব্য লক্ষণ হল দীর্ঘদিন ধরে কাশি হতে থাকা। এই কাশি প্রথমের দিকে খুব শুকনো এবং খুসখুসে কাশি হিসেবে শুরু হলেও সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। এইক্ষেত্রে শুধুমাত্র কাশি দেখা যায় তাছাড়া ঠাণ্ডা লাগার আর কোন লক্ষণ থাকে না, এবং এই কাশি দীর্ঘ সময় ধরে থাকে। কিছু ক্ষেত্রে কাশির সঙ্গে রক্ত বেরোতেও দেখা যায়, এটি খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ এবং এটি মোটেই উপেক্ষা করার বিষয় নয়। আপনিও যদি আপনার কাশির সঙ্গে রক্ত দেখতে পান তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরী।

আরেকটি গুরুতর লক্ষণ হল, খাবার গিলতে অসুবিধা হওয়া। আপনার বারবার মনে হবে যে খাবার গলায় আটকে যাচ্ছে, অথবা আপনার গিলতে গেলে গলায় প্রচন্ড ব্যথা করছে। মনে হবে আপনার গলায় শক্ত কিছু আটকে রয়েছে, যা খাবার গিলতে সমস্যা তো করছেই তার পাশাপাশি তরল পদার্থ গিলতেও অত্যন্ত সমস্যার সৃষ্টি করছে। এর ফলে খিদে কম পাওয়া ওজন হ্রাস হওয়া ইত্যাদির সম্মুখীন হতে হয়। আপনি যদি শত চেষ্টার পরেও ওজন হারাতে থাকেন তাহলে চিকিৎসকের কাছে যাওয়া খুব জরুরী।

আপনার যদি সর্বক্ষণ গলা ব্যথা থেকে থাকে যা শত চেষ্টা করেও ঠিক হচ্ছে না তাহলে এটি গলার ক্যান্সারের এক ধরনের লক্ষণ হতে পারে। আমাদের সবারই মাঝে মধ্যে ফ্লু বা ঠান্ডা লাগার কারণে গলায় ব্যথা থাকে কিন্তু তা একটি নির্দিষ্ট সময় পর আবার কমেও যায়। কিন্তু গলায় ক্যান্সার (Throat Cancer) হওয়ার সময় যেই গলা ব্যথা অনুভব করা যায় তা মোটেই সহজে কমেনা, এটি ক্রমাগত অস্বস্তি বা ব্যথার সৃষ্টি করে যা সাধারণ ওষুধ দিয়ে কমানো সম্ভব হয়ে ওঠেনা, এবং সময়ের সাথেও কোন উন্নতি হয় না, উল্টে ব্যথা আরো বাড়ে। ক্রমাগত গলার পেছনে এক ধরনের জ্বালা অনুভূতি হতে থাকে।

আপনার যদি লক্ষণগুলির মধ্যে এক বা একাধিক লক্ষণ দেখা যায় তার মানে এই নয় যে আপনার গলার ক্যান্সার (Throat Cancer) হয়েছে। অনেক সময় জ্বর কিংবা অ্যালার্জি একই ধরনের লক্ষণ সৃষ্টি করতে পারে। তবে আপনাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে যে লক্ষণ গুলি ক্রমাগত থাকছে কিনা। যদি এই লক্ষণ গুলি দুই থেকে তিন সপ্তাহের বেশি স্থায়ী করে এবং তা ঠিক হওয়ার কোন সম্ভাবনা দেখা না যায় তবে চিকিৎসকের কাছে যাওয়া খুব দরকার।

Share.
Leave A Reply

Exit mobile version