পোলিও (Polio) হওয়ার লক্ষণ কি?
পোলিও (Polio) হল একটি ভাইরাস জনিত রোগ। এই রোগ মেরুদন্ড ও মস্তিষ্কের নার্ভগুলিকে (Nerve) আক্রমণ করে। পোলিও (Polio) আক্রান্ত ব্যক্তির হাত পা দুর্বল হয়ে যেতে পারে, এমনকি অকেজোও হয়ে যায়, অনেক ক্ষেত্রে সেই ব্যক্তি পক্ষাঘাতগ্রস্থ (Paralysis) হয়ে যেতে পারে এমনকি তার মৃত্যুও ঘটতে পারে। এই রোগ খুব সহজেই একে অপরের শরীরে ছড়িয়ে পরতে পারে। পোলিও (Polio) হওয়ার লক্ষণগুলি বিশেষত নির্ভর করে আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থার ওপর।
মোট তিনটি ভাগে পোলিওর লক্ষণগুলিকে ভাগ করা যেতে পারে
১. অ্যাসিম্পটোম্যাটিক পোলিও (Asymptomatic Polio) :-
বেশিরভাগ ক্ষেত্রেই পোলিও ভাইরাস চুপচাপ মানবদেহে ছড়ায়। প্রায় ৯৫ শতাংশ মানুষ পোলিওর লক্ষণ টেরই পায় না। এইসব ব্যক্তিরা জানতেই পারেনা যে তাদের পোলিও হয়েছে কিন্তু তারা এই ভাইরাসটি অন্যদের মধ্যে ছড়িয়ে ফেলতে পারে। তাদের শরীর ভেতরে ভেতরেই পোলিও বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে ওঠে।
২. অ্যাবোর্টিভ পোলিও (Abortive Polio) :-
অ্যাবোর্টিভ পোলিও হলে সাধারণত জ্বর সর্দি কাশির মতন লক্ষণ দেখা যায়। এটি হল পোলিওর সবচেয়ে সাধারণ রূপ। এই পোলিও জ্বর এক থেকে দশ দিন মতন থাকে। অ্যাবোর্টিভ পোলিও-র লক্ষণ গুলি অনেকটা ফ্লু এর মতন, যেমন : মাথাব্যথা, হালকা জ্বর, পেটে ব্যথা, বমি বমি ভাব, গলা ব্যথা এবং এর ফলে শরীরে ক্লান্তি ও দুর্বলতা দেখা যায়।
৩. প্যারালাইটিক পোলিও (Paralytic Polio) :-
এই লক্ষণটি মারাত্মক পোলিও বলা যেতে পারে। কিন্তু এই লক্ষণটি খুবই কম, এক শতাংশেরও কম মানুষের মধ্যে দেখা গেছে। তবে এটির প্রভাব ভীষণ ভয়ঙ্কর বলে জানা যায়। প্যারালাইটিক পোলিও (Paralytic Polio) মানুষের মেরুদন্ড থেকে মস্তিষ্ক পর্যন্ত নার্ভগুলোকে আক্রমণ করলে তাদের হাত পা অকেজো হয়ে যায়, আক্রান্ত ব্যক্তিরা পক্ষাঘাতের(Paralysis) শিকার হয়। এবং কিছু ক্ষেত্রে সেইসব ব্যক্তিদের মৃত্যু পর্যন্ত ঘটে। আপনি যদি প্যারালাইটিক পোলিওতে (Paralytic Polio) আক্রান্ত হন তাহলে আপনার দেহের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় ফলে খুব জ্বর আসে, আপনি খুব ক্লান্তি অনুভব করেন, অসহ্য মাথাব্যথা হয়ে থাকে, বমি বমি ভাব হয়, ঘাড়ে ও পিঠে প্রচন্ড ব্যথা হয়, মাসেলে খিঁচুনি হয়, প্রথমে হাত-পা দুর্বল হয়ে যায় এবং পরে গিয়ে তা নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে অকেজো হয়ে পড়ে।
এই লক্ষণ গুলি দেখলে তৎক্ষণা চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সময় মত চিকিৎসা না করা হয় তাহলে রোগী স্থায়ী পক্ষাঘাতগ্রস্থ (Paralysis) হয়ে পড়ে।
আমরা ছোটবেলায় সবাই কমবেশি পোলিও টিকা (Vaccine) পেয়েছি। আগেই বলা হয়েছে পোলিও এমন একটা রোগ যা খুব সহজেই ছড়িয়ে পড়ে। তাই পোলিও থেকে বাঁচতে একমাত্র উপায় হল পোলিও টিকা (Vaccine)। কিন্তু তাও যদি আপনার পরিচিত কারোর মধ্যে পোলিওর কোন লক্ষণ দেখা যায়, বিশেষ করে হাত-পা দুর্বল অথবা অকেজো হয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করা উচিৎ। যদি ছোটবেলায় সময় মতন পোলিও টিকা নেওয়া হয় তাহলে এই রোগ সহজেই প্রতিরোধ করা যায়।
