স্বাস্থ্যরক্ষায় ব্লুবেরির গুণ

মন অনেক ফল আছে যেগুলি কেবল দেখতেই নয় স্বাস্থ্যের জন্যেও উপকারি। তার মধ্যে অন্যতম হলো ব্লুবেরি। এই ছোট্ট নীলচে ফলটি দেখতে যেমন অপূর্ব এর গুণ ও রয়েছে অনেক। ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট- এ ভরপুর এই ফলটি স্বাস্থ্যের পরম বন্ধু। এই ফলটি হৃদরোগ, স্মৃতিশক্তি ও ক্যান্সার এর প্রতিরোধেও কার্যকরী।

ব্লুবেরির গুণাবলী:

– অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর:

Anthocyanin এ ভরপুর এই ব্লুবেরি কোশকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ও বার্ধক্য কমাতে সাহায্য করে।

– মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি:

এই ফল টি মানুষের স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।

– হৃদয়ের স্বাস্থ্য রক্ষা করে:

এটি রক্তচাপ কমায় ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

– চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে:

এই ফলে রয়েছে ভিটামিন A, এবং এটি রাতকানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

– হজমে সহায়ক:

ফাইবার থাকার কারণে হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দুর করে।

ব্লুবেরি এমন একটি ফল যেটি ভরপুর গুণে সমৃদ্ধ। এতে থাকা প্রাকৃতিক উপাদান গুলো শরীরকে করে তোলে সতেজ ও রোগমুক্ত।

Share.
Leave A Reply

Exit mobile version